অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর,২০১৪) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানী ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর আগে, আইনটির বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই সংশোধন বা বাতিলের দাবি উঠছিল। ৩ অক্টোবর ঢাকায় এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুলও এ আইনের বাতিলের পক্ষে মত প্রকাশ করেছিলেন। গত বছর ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের সময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে নতুন সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়, যা নানা বিতর্কের সৃষ্টি করে।