শহিদ গোলাম নাফিজের দেহ বহনকারী ঐতিহাসিক রিকশাটি এখন রাখা হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। গত ৭ই নভেম্বর গণভবনে এই রিকশাটি হস্তান্তর করা হয়। রিকশাচালক নূর মোহাম্মদকে সাহসিকতার জন্য ধন্যবাদ জানিয়ে আর্থিক সহায়তার আশ্বাস দেন উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।
উল্লেখ্য, ২০২৩ সালের ৫ই নভেম্বর দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, রিকশাচালক নূর মোহাম্মদ রিকশাটি ৩৫ হাজার টাকায় বিক্রি করেছেন লন্ডনপ্রবাসী আহসানুল কবীর সিদ্দিকী কায়সারকে। পরবর্তীতে কায়সার রিকশাটি জাদুঘরে হস্তান্তরের ইচ্ছা প্রকাশ করেন।
এটি শহিদ গোলাম নাফিজের স্মৃতির সাক্ষী হয়ে থাকবে, যিনি ২০২৪ সালের ৪ঠা আগস্ট ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহিদ হন।