বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ জোবায়েদুর রহমান এর জানাজার নামাজ রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠিত হয়েছে। আজ, ৭ নভেম্বর ২০২৪, সকাল ১০টায় শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা, বিভিন্ন সরকারি ও পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা।
অতিরিক্ত ডিআইজি মোঃ জোবায়েদুর রহমান গতকাল (৬ নভেম্বর) নিজ বাসায় স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর। জানাজার পর মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
অতিরিক্ত ডিআইজি মোঃ জোবায়েদুর রহমান ২০০১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং তার কর্মজীবনে নীলফামারি, বরিশাল, ঝালকাঠি, ঝিনাইদহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।