কুমিল্লা প্রতিনিধি ॥ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে বিএনপির (দু'গ্রুপ) সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সী সমর্থক এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সীর সমর্থকরা ভিন্ন ভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির ব্যানারে সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর সমর্থকরা এমপি পুত্র কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজভিউল আহসান মুন্সীর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর বাস ষ্টেশনে আলোচনা সভা শেষে সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে একটি র্যালী করেন। এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজভিউল আহসান মুন্সী। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম। এছাড়াও বক্তব্য রাখেন দেবীদ্বার পৌর বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ সুদন ডিলার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবির আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রহিম প্রমুখ।
অপরদিকে বিএনপি কুমিল্লা উত্তর জেলা সদস্য সচিব এএফএম তারেক মুন্সীর সমর্থকরা একইদিন সকালে দেবীদ্বার পৌর মিলনায়তনে উপজেলা বিএনপির ব্যানারে এক আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা বিএনপির আহবায়ক মো. গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদুর রহমান, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন মাহফুজ, সদস্য সচিব আব্দুল আলীম পাঠান, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারন সম্পাদক রেজাউল করিম শাহিন (ভিপি), উপজেলা যুবদলের সভাপতি মো. নুরুজ্জামান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুল ইসলাম নিজামী, সদস্য সচিব দেলোয়ার হোসেন, পৌর যুবদল সভাপতি শাহজামান মূন্সী প্রমুখ। সভা শেষে একটি র্যালী অনুষ্ঠিত হয়।