বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক ট্রেজারার কামরুজ্জামান জাপান হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪, দুপুরে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকার শেরে-বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে তার মৃত্যু ঘটে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কামরুজ্জামান জাপান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আজ বিকেল ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ মাগুরার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।