বরিশাল প্রতিনিধি ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন উর্মী আওয়ামী লীগ সরকারের শাসনামলে তার উপর ছাত্রলীগের হামলার বর্ণনা দেন এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ করেন। বৃহস্পতিবার বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।

উর্মী সংবাদ সম্মেলনে বলেন, ২০২০ সালের ১ মার্চ রাজনৈতিক প্রতিহিংসার জেরে ছাত্রলীগের সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়েছিল। হামলাকারীরা ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। হামলার কারণে তার শরীরে এখনো ক্ষতের চিহ্ন রয়ে গেছে, তবে তাকে কোন বিচার কিংবা সহায়তা দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা ছাত্রদল।

তিনি আরও জানান, হামলার পর তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে দেখা করে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি চান, তবে তখনও তাকে ছাত্রদলের পক্ষ থেকে কোন সাহায্য প্রদান করা হয়নি। সম্প্রতি, ববি ছাত্রদলের কমিটির নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে উর্মী বলেন, গত ৮ অক্টোবর চাঁদাবাজির অভিযোগে ববি ছাত্রদল থেকে বহিষ্কৃত মিনহাজ সাগরের ফেসবুক পোস্টের কারণে তাকে সাইবার নিরাপত্তা আইনের আওতায় ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

উর্মী অভিযোগ করেন, ববি’র কিছু ছাত্রলীগ কর্মী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি জানান, তার বিরুদ্ধে সম্প্রতি উপাচার্য বরাবর করা অভিযোগের মধ্যে স্বাক্ষরকারী শিক্ষার্থীদের অনেকেই স্বীকার করেছেন যে, তাদের ভুল ব্যাখ্যা দিয়ে স্বাক্ষর নেয়া হয়েছে। তিনি এ পরিস্থিতিকে পরিকল্পিত চক্রান্ত হিসেবে দেখছেন এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

এসময় সংবাদ সম্মেলনে উর্মী আরো বলেন, কিছু শিক্ষার্থী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আক্রমণ চালাচ্ছে এবং তাকে ছাত্রলীগের অঙ্গীকারমূলক অপপ্রচারে জড়িত করছে। তিনি এই অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে উপাচার্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *