নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় আওয়ামী লীগ নেতা সামসুল আলমকে এক লাখ টাকা চাঁদা দিতে ফোন করে হুমকি দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা বেলাল হোসেন সৌখিন। এ ঘটনায় তাদের মধ্যে কথোপকথনের একটি ফোন কল রেকর্ড পাওয়া গেছে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফোন কলের রেকর্ডে দেখা যায়, সৌখিন সামসুল আলমকে এক লাখ টাকা চাঁদা দিতে চাপ দিয়ে বলছেন, ‘‘বাঁচা-মরা আল্লাহর হাতে, কিন্তু আল্লাহ যে আমার হাতে লেখে রাখিছে আপনাক।’’ এ কথা বলে তিনি সামসুলের কাছে চাঁদা দাবি করেন।

এই ঘটনা বদলগাছী থানায় দায়ের করা বিস্ফোরক মামলার সঙ্গেও যুক্ত। ৪ নভেম্বর, সোমবার, রাত সাড়ে ৭টার দিকে গোবরচাঁপা হাটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ পরবর্তীতে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। মামলায় আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে, এর মধ্যে সৌখিন নিজে বাদি হিসেবে আছেন। সৌখিনের অভিযোগ, মামলার বাদি হওয়ার পর থেকেই সামসুল তাকে ফোন করে টাকা দাবি করছেন।

সাবেক উপজেলা চেয়ারম্যান সামসুল আলম অভিযোগ করেন, সৌখিন তাকে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছেন এবং তাকে মামলার থেকে নাম বাদ দিতে চাঁদা দাবি করেছেন। সৌখিন চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও জানান তিনি। তবে, বিএনপি নেতা সৌখিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘সাম্প্রতিক সময়ে সামসুলের সাথে তার কোনো কথা হয়নি।’’ তিনি দাবি করেন, পুরনো এক ঘটনায় প্রতিবাদ জানানো নিয়ে বিষয়টি মিথ্যা রটনা ছড়ানো হয়েছে।

এদিকে, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু এই ঘটনার সমালোচনা করেছেন এবং জানিয়েছেন, ‘‘যদি দলের কোনো নেতা বিএনপি নাম ব্যবহার করে অপকর্মে লিপ্ত থাকে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’’

বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী জানিয়েছেন, ‘‘চাঁদা দাবির ফোন কলের বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। তবে ককটেল বিস্ফোরণের তদন্ত চলছে, আইনগত প্রক্রিয়া শেষে এজাহার গ্রহণ করা হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *