বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৬ নভেম্বর এক বিবৃতিতে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিকামী জনতার ঐক্যবদ্ধ সংগ্রামের সাক্ষী। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের জনগণ এবং সিপাহী বাহিনী একত্রিত হয়ে মেজর জে. খালেদ মোশাররফের ষড়যন্ত্র প্রতিহত করে স্বাধীনতা রক্ষা করেছিল।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সময়ে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটতে পারে, যা দেশের জন্য একটি বড় সংকটের কারণ হতে পারে। তাই তিনি সকল দেশপ্রেমিক ছাত্র-জনতা, রাজনৈতিক দল ও সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবিলা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় শপথ নিতে আহ্বান জানান।
তিনি জামায়াতের সকল শাখা এবং দেশপ্রেমিক জনগণকে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযথভাবে পালন করার জন্য উদাত্ত আহ্বান জানান।