যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ৬ নভেম্বর, ২০২৪ বুধবার প্রধান উপদেষ্টা তার প্রেস উইংয়ের মাধ্যমে এই অভিনন্দন বার্তা পাঠান।
এবারে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন। ২৭৯ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে তিনি দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে যাচ্ছেন।
২০১৬ সালে ট্রাম্প প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন, তবে ২০২০ সালের নির্বাচনে তিনি জো বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন।