ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। শমী কায়সারকে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, বলে নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক জাহান।
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় শমী কায়সার আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং আন্দোলনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
এছাড়া, ১৩ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে তার বিরুদ্ধে মাগুরা আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়।