ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি এর নির্দেশে মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে।

আজ (৪ নভেম্বর, ২০২৪)সোমবার  বিকেল ৪ টা থেকে শুরু হওয়া এই কার্যক্রমের আওতায় ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। উদ্দেশ্য হল অবৈধ অস্ত্র, মাদক এবং অন্যান্য অবৈধ মালামাল উদ্ধার করা এবং ছিনতাই প্রতিরোধ করা।

চেকপোস্ট কার্যক্রমের স্থানগুলোতে অন্তর্ভুক্ত রয়েছে হাজারীবাগের বসিলা, কোতোয়ালীর বাবুবাজার, শ্যামপুরের পোস্তগোলা ব্রিজ, যাত্রাবাড়ীর সাইনবোর্ড, ডেমরার স্টাফ কোয়ার্টার, সবুজবাগের বাসাবো রাস্তা, দারুস সালামের গাবতলী, খিলক্ষেতের ৩০০ ফিট, উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ব্রিজ ও কামারপাড়া এবং তুরাগের ধৌড় ব্রিজ।

এই কার্যক্রম প্রতিদিন দুটি পালায় পরিচালিত হবে: প্রথম পালা বিকেল ৪ টা থেকে রাত ১২ টা পর্যন্ত এবং দ্বিতীয় পালা রাত ১২ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসী ও ঢাকায় প্রবেশকারী সকল যানবাহনের চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *