ঢাকা : গাজীপুর জেলার টংগীপূর্ব থানাধীন কেরানীরটেক বস্তিতে গত (৪ নভেম্বর,২০২৪) রাত থেকে সকাল পর্যন্ত সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা, স্বর্ণালংকার ও ছিনতাই করা মোবাইলসহ ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং ২১ জন নারী রয়েছেন। এদের অধিকাংশই অভিযানে নেশাগ্রস্থ ছিলেন।

অভিযানে উদ্ধার করা হয় দেশী-বিদেশী মদ, বিয়ার, গাজা, ফেনসিডিল, ইয়াবা, ২২,৮১,৩০০.০০ টাকা, স্বর্ণালংকার ও কিছু বিদেশী মুদ্রা। আটককৃতদের বিরুদ্ধে মাদক এবং ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে টঙ্গী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এবং আশা করছেন, এই পদক্ষেপে ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *