কক্সবাজারের রামু ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের নাম পরিবর্তন করে ‘‘শহিদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ” রাখা হয়েছে।(৩ নভেম্বর,২০২৪) রবিবার, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের এক সিদ্ধান্তে এই নামকরণ করা হয়। এই উদ্যোগের উদ্দেশ্য হলো শহিদ লেফটেন্যান্ট তানজিমের সাহসিকতা ও বীরত্বগাথা সারাদেশে ছড়িয়ে দেওয়া। তার দেশপ্রেম ও বীরত্বে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা দেশমাতৃকার সেবায় সর্বোচ্চ ত্যাগে উৎসাহী হবে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় এক বিশেষ অভিযান চলাকালে ডাকাতদের হামলায় শহিদ হন সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন।