ঢাকা :রাজধানীর উত্তরায় পলওয়েল কারনেশন শপিং কমপ্লেক্সের সামনে পুলিশের বিশেষ চেকপোস্টে ৮০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ জামাল হোসেন (৪৯)।

চেকপোস্ট চলাকালে জামালের পিঠে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে ৪০টি পলিথিনে রক্ষিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছে নগদ আট হাজার টাকা ও দুটি মোবাইল ফোনও পাওয়া যায়।

জানা গেছে, জামাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, চুরি ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে। ডিএমপি উত্তরা পূর্ব থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান -এর নির্দেশে রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *