বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোঃ আশিকুল ইসলাম (১৪) হত্যার ঘটনায় খিলগাঁও ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।
গত ১৯ জুলাই ২০২৪ তারিখে কোটা সংস্কারের জন্য আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হামলায় আশিক কানে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ভিকটিমের মা আলিশা আফরোজ গত ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।
ডিএমপির থানা সূত্রে জানা গেছে, রবিবার (৩ নভেম্বর ২০২৪) রাত ০২:৩০ ঘটিকায় মেরাদিয়া এলাকায় অভিযান চালিয়ে জাকিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।