২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার জন্য ২০ জন স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর বিভাগ রবিবার এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন:

– এডভোকেট মো. বোরহান উদ্দিন
– ফরহাদ নিয়ন
– জাকির হোসেন ভূঁইয়া
– মোসাম্মৎ রোভানা নাসরিন শেফালী
– মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন
– মো. মহিউদ্দিন চৌধুরী
– মো. শফিউল বশর সজল
– গোলাম মোক্তাদির উজ্জ্বল
– হান্নান ভূইয়া
– মো. আব্দুল লতিফ
– মো. মেহেদী হাসান জুয়েল
– মো. হেলাল উদ্দিন
– গাজী মাশকুরুল আলম সৌরভ
– মো. জিল্লুর রহমান
– মাহফুজার রহমান ইলিয়াস
– মো. মিজানুর রহমান চৌধুরী
– মো. মেহেবুব হোসেন
– মো. মিজানুর রহমান শিহাব
– মো. খুরশিদ আলম
– আজগর হোছাইন

নিয়োগাদেশ অনুযায়ী, লালবাগ থানার মামলা নং-৬৫, তারিখ ২৮/০২/২০০৯ থেকে উদ্ধৃত বিডিআর বিস্ফোরক দ্রব্য মামলার কার্যক্রম পরিচালনা করবেন তারা।

২০০৯ সালের ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়। ২০১৭ সালে বিচারিক আদালতের কার্যক্রম শেষে হাইকোর্টের রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড এবং ১৮৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে মামলাটি আপিল বিভাগে রয়েছে, এবং বিস্ফোরক আইনের মামলাটি সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *