ঢাকা : গত ৩১ অক্টোবর রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও পাঁচজন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আলমগীর, রেশমা খাতুন, মাহফুয মিয়া, আমিনুল ইসলাম এবং কাজী রাসেল নামক ৫ জন দুষ্কৃতিকারীকে ভাসানটেক এবং কাফরুল এলাকা থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদেরকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ভাসানটেক ও কাফরুল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অরাজকতা প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান।