Oplus_0

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশব্যাপী চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। রবিবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকার শেরেবাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “ছাত্র-জনতা যেভাবে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, তাদের আর কখনও গ্রহণ করা হবে না।” তিনি আরও জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের শপথগ্রহণের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের নির্বাচন প্রক্রিয়ার দুর্নীতির প্রমাণ পেয়েছে দেশবাসী।

তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ শুধুমাত্র দেশটাকেই ধ্বংস করেনি, বরং ক্ষমতাকে কুক্ষিগত করতে প্রতিটি নির্বাচনকে নিজেদের স্বার্থে সাজিয়েছে।” মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকারের আদালতের রায় মেনে শাহাদাতের শপথগ্রহণের ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জানান।

শাহাদাত হোসেন তার দায়িত্ব পালনকালে গ্রিন ও ক্লিন সিটি কর্পোরেশন গড়ে তোলার লক্ষ্যের কথাও উল্লেখ করেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু, যুগ্ম মহাসচিব হাবীবুন নবী খান সোহেলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *