আজ (০৩ নভেম্বর ২০২৪)রবিবার ট্রাফিক পক্ষ-২০২৪ উপলক্ষে পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ট্রাফিক লালবাগ বিভাগের কোতোয়ালি ট্রাফিক জোনের উদ্যোগে একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার, যিনি শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উপস্থিত শিক্ষার্থীরা সড়কে যানজট নিরসনের জন্য বিভিন্ন কার্যকর পরামর্শও প্রদান করেন। সভার শেষে ছাত্র-ছাত্রীদের মধ্যে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।