রাজধানীর ওয়ারী থানাধীন ২নং হাটখোলা রোড সুপার মার্কেট এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মো: ফখরুল হাসান (৩৪) ও হেলাল উদ্দিন (৩০)।
শুক্রবার (০১ নভেম্বর,২০২৪) রাত ০২:৪০ ঘটিকায় অভিযানের সময় তাদের হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা) জব্দ করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারী থানার একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে গ্রেফতার করা হয় তাদের।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা আইন-শৃঙ্খলা বাহিনীর অগোচরে ভদ্রবেশে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে ওয়ারী এলাকায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তারা বর্তমানে আদালতে প্রেরিত হয়েছে।