হিলি প্রতিনিধি ॥ “ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই শ্লোগান সামনে রেখে মনশাপুর-ইশবপুর যুব সমাজের উদ্যোগে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ডবল গরু ফুটবল টুর্নামেন্ট-২৪ এর উদ্বোধন। শনিবার (০২ নভেম্বর) বিকেলে আলিহাট ইউনিয়নের মনশাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম।

বিকেল ৪:২০ মিনিটে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা জাতীয় পতাকা হাতে মাঠে প্রবেশ করে, এরপর মাইকে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় ফুটবল প্রেমি পুরুষ ও নারী দর্শকে। খেলোয়াড়দের সাথে কুশল বিনিময়ের পর টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, আয়োজক কমিটির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মোঃ ইমরান আলী, ইউপি সদস্য সানোয়ার হোসেন লেবু, সাখাওয়াত হোসেন এবং আয়োজক কমিটির সদস্য আল-আমীন, সাজ্জাদ হোসেন, সাজু মিয়া।

আনন্দদায়ক এই টুর্নামেন্টে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান আসাদ। আয়োজক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক ও ইমরান আলী জানান, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে বিনোদনের উদ্দেশ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে এবং ফাইনালে বিজয়ী দলকে একটি গরু এবং রানার্সআপ দলকেও একটি গরু প্রদান করা হবে।

আজকের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দিনাজপুর স্পোর্টিং ক্লাব ও নবাবগঞ্জের রঘুনাথপুর একাদশ। নির্ধারিত সময়ে দিনাজপুর স্পোর্টিং ক্লাব ১-০ গোলে রঘুনাথপুর একাদশকে পরাজিত করে জয় লাভ করে। আগামী মঙ্গলবার প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা বিরামপুর বনাম ঘোড়াঘাট অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *