বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। ৩০ অক্টোবরের এই বিজয়ের পর সাফ স্কোয়াডের ২৩ জন ফুটবলার ও ম্যানেজার মাহমুদা অনন্যা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন সংবর্ধনার জন্য।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের অভিনন্দন জানিয়ে বলেন, “আমি তোমাদের নিয়ে গর্বিত। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেই সব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছো।”
নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, এবং বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)ও বড় অর্থ পুরস্কার ঘোষণা করেছে।
এই বিজয়কে বাংলাদেশের নারী ফুটবলের জন্য একটি বিরাট অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।