ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি সাংবাদিক হাসান মাহমুদ হত্যাকাণ্ডে এজাহারভুক্ত আসামী পটুয়াখালী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানাকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃত জাকিয়া সুলতানাকে (৩১ অক্টোবর ২০২৪) সকাল সাড়ে ১১টার দিকে গুলিস্তানের পীর ইয়ামিন হোটেলের একটি কক্ষ থেকে আটক করা হয়।
মামলার বাদী ফাতেমা জানান, গত ৩১ জুলাই রাতে তার স্বামী হাসান মাহমুদকে সাদা পোষাকে অস্ত্রধারী ৫০-৬০ জন ব্যক্তি তুলে নিয়ে যায়। পরে তার লাশ মুগদা মেডিকেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে ফাতেমা ৫০-৬০ জন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে ৩০ আগস্ট ২০২৪ ডিএমপির খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।
থানা সূত্রে জানানো হয়েছে, জাকিয়া সুলতানার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলার সুষ্ঠু তদন্তের জন্য অভিযান অব্যাহত রয়েছে।