ডেস্ক রিপোর্ট ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যে বিজয়ী হোক না কেন, দেশটি বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সুসম্পর্ক থাকার কারণে ডেমোক্রেটিক এবং রিপাবলিক উভয় দলের সঙ্গে এই সম্পর্ক বজায় থাকবে। শনিবার (২ নভেম্বর) ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, “কোনো দেশের যে সরকারই ক্ষমতায় আসুক, পররাষ্ট্রনীতির খুব একটা পরিবর্তন হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব গণতান্ত্রিক দেশে কখনও পড়তে পারে, আবার কখনও পড়বে না।” তিনি জানান, বর্তমান সরকারের ভারতের সঙ্গে সম্পর্কও ভালো রয়েছে, যা দেশের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ দিক।

‘ডিবেট ফর ডেমোক্রেসি’ এর চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, “বাংলাদেশের জনগণ এখন জেগে উঠেছে, ফলে কোনো দেশ বাংলাদেশকে থামাতে পারবে না।” এবারের বিতর্ক প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশের রাজনীতিতে মার্কিন নির্বাচনের ফলাফলের প্রভাব’। বিতর্কের পক্ষে বক্তব্য রাখে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, এবং বিপক্ষে ছিল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিচারকরা বিতর্কের পর স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকদের বিজয়ী ঘোষণা করেন।

প্রতিযোগিতাটি তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন আয়োজকরা। তাঁরা আশা প্রকাশ করেন যে, এই ধরনের আয়োজন বাংলাদেশের গণতন্ত্রকে আরও সুসংহত করবে এবং তরুণদের মধ্যে রাজনৈতিক বিশ্লেষণের সক্ষমতা বৃদ্ধি করবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিতার্কিকরা তাদের বক্তব্যে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে কিভাবে প্রভাবিত করবে, সে বিষয়ে বিভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *