পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালী জেলার কলাপাড়ায় গত ১ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের কলাপট্রি খেয়াঘাটে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ী জামাল মৃধা ও শামিম রাঢ়ীর দশ লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে।

প্রত্যক্ষদর্শী জলিল মৃধা জানান, গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়ে তিনি চর চর শব্দ শুনতে পান এবং কিছুক্ষণ পরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হন। তিনি দ্রুত লোকজনকে ডাক দিলে আশেপাশের মানুষ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে দুই দোকানের সবকিছু পুরে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জামাল মৃধা জানান, তার দোকানে টিভি, ফ্রিজসহ আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। অপর ব্যবসায়ী শামিম রাঢ়ী বলেন, তার দোকানে টিভি ও ফ্রিজ সহ ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তাঁরা এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতা চেয়েছেন। তারা আরও জানান, তাদের ধারণা, এটি শত্রুতামূলক আগুন লাগানো হতে পারে এবং এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করার পরিকল্পনা করছেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, আগুনের সূত্রপাত সম্পর্কে তার ধারণা, এটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটতে পারে। ক্ষতির পরিমাণ সম্পর্কে নির্দিষ্ট কিছু জানাতে তিনি তদন্তের অপেক্ষায় আছেন।

এ ঘটনায় সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান শহীদ মাতব্বর ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি উপজেলা প্রশাসন ও বিত্তশালীদের সহায়তার জন্য আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানিয়েছেন, তিনি ঘটনাটি শুনেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা একটি আবেদন করলে সরকারি সাহায্য প্রদানের চেষ্টা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *