ঢাকা : গত (৩১ অক্টোবর,২০২৪) রাজধানীর কচুক্ষেত ও মিরপুর-১৪ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই অরাজকতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান শুরু করে।
(১ নভেম্বরের,২০২৪)শুক্রবার অভিযানে তিনজন দুষ্কৃতিকারী—রিফাত, হৃদয় ও ইয়াসিন—ভাষানটেক এলাকা থেকে আটক হন। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রমের জন্য ভাসানটেক থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সরকারি সম্পত্তি ধ্বংস এবং জনমনে আতঙ্ক সৃষ্টিকারী এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।