মৌলভীবাজার প্রতিনিধি ॥ শনিবার (২ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারে আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় পার্টির নেতাকর্মীদের দ্বারা ঢাকায় ছাত্র-জনতার ফ্যাসিবাদ বিরোধী মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় ঘোষিত এই বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি চৌমুহনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়।
মিছিল ও সমাবেশের সঞ্চালনা করেন আশরাফ উদ্দীন শফি। সমাবেশে বক্তারা বক্তব্য দিতে গিয়ে জাতীয় পার্টিকে ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, “জাতীয় পার্টির নেতাকর্মীদের হামলা সরকারের দুর্বৃত্তায়নের চিত্র তুলে ধরে।” বক্তারা হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান এবং দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দেশকে স্বৈরাচারের দিকে ঠেলে দিচ্ছে। তারা বলেন, “অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনা উচিত এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার থাকতে হবে।”
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ’, ‘হামলাকারীদের শাস্তি দাও’সহ বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, “আমরা আমাদের অধিকার আদায় করতে সংগ্রাম চালিয়ে যাবো। কোনো ধরনের ভয়ভীতি আমাদের থামাতে পারবে না।”
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের প্রতিনিধি শামায়েল রাহমান, শাহ মিসবাহ, তানজিয়া শিশির, জাবেদ রাহমান, রুহুল আমীন, মীর নিজামসহ আরও অনেকে। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।”