ডেস্ক রিপোর্ট ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ঢাকার সরকারি ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। এ সময়ের মধ্যে যদি অধিভুক্তি বাতিল না করা হয়, তাহলে তারা ঢাবিকে অচল করে দেওয়ার ঘোষণা করেছেন। শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিকুল ইসলাম।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন “শোনো ভাই শোনো বোন, ঢাবির কোনো শাখা নেই”, “অধিভুক্তির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”, “অধিভুক্তি বাতিল করো, ঢাবিকে মুক্ত করো” এবং “মেয়েদের জন্য হল নির্মাণ, অবিলম্বে করতে হবে”। তারা দাবি করেছেন, ২০১৯ সালে প্রথমবারের মতো ৭ কলেজ অধিভুক্তি বাতিলের জন্য আন্দোলন করেছিল, কিন্তু তৎকালীন সরকার ও ভিসি অধ্যাপক আখতারুজ্জামান তাদের দাবি মেনে নেননি।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ৭ কলেজের শিক্ষার্থীরা এখন আলাদা হতে চায়, তাহলে কেন তাদের অধিভুক্ত রাখা হচ্ছে? আশিকুল ইসলাম বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দীর্ঘদিন থেকে ৭ কলেজকে আলাদা করার জন্য জানিয়েছি, কিন্তু তাদের টনক নড়ছে না।” তিনি আরও উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন, ৭ কলেজকে ঢাবির অধিভুক্তই রাখা হবে এবং তাদের জন্য আলাদা প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে।

শিক্ষার্থীরা জানান, “আমরা ৭২ ঘণ্টার সময় দিচ্ছি। যদি এ সময়ে অধিভুক্তি বাতিল না করা হয়, তাহলে ৭৩ ঘণ্টায় বিশ্ববিদ্যালয়কে অচল করে দেবো।” তারা গণসংযোগ করে সকল শিক্ষার্থীদের সচেতন করার পরিকল্পনা করেছেন। আশিকুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে ২০১৯ সালের মতো সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *