পটুয়াখালী প্রতিনিধি ॥ সাবেক প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান মহিবের স্ত্রী ফাতেমা আক্তার সম্প্রতি ৯৯ লাখ ৭৮ হাজার টাকার মূল্যের আট একর জমির মালিকানা অস্বীকার করেছেন। তিনি পহেলা অক্টোবর ঢাকার একটি নোটারি পাবলিকের মাধ্যমে একটি হলফনামা দাখিল করেন, যেখানে দাবি করেন, রেজিস্ট্রিকৃত ওই সাফ কবলা দলিল তিনি এবং তার নিকটজনের অজান্তে সম্পন্ন হয়েছে।

হলফনামায় ফাতেমা উল্লেখ করেন, “আমি বা আমার নিকটজন এ বিষয়ে অবগত ছিলাম না। ভবিষ্যতে এ জমির মালিকানা বা স্বত্ত্ব দাবি করবো না।” এছাড়াও, তিনি বলেন যে জমির দামে ও রেজিস্ট্রি খরচ পরিশোধ করেননি।

২০১৯ সালের ২১ নভেম্বর এ জমিটি ফাতেমা আক্তারের নামে খেপুপাড়া সাব রেজিস্ট্রি অফিসে ৪৫১২ নম্বর দলিলের মাধ্যমে ক্রয় করা হয়েছিল। এ জমি কলাপাড়া উপজেলার পৌরসভা লাগোয়া ইটবাড়িয়া মৌজায় অবস্থিত। তবে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, চার বছর আগে কেন এ জমির মালিকানা অস্বীকার করলেন।

জানা গেছে, মহিববুর রহমান এবং তার স্ত্রী ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে অন্তত ৩৫ একর জমি বিভিন্ন দলিলের মাধ্যমে ক্রয় করেছেন। তাদের মালিকানাধীন জমির মধ্যে কুয়াকাটায় ঘোষণাপত্র দলিলের মাধ্যমে ৮০ শতক জমিও রয়েছে।

এ বিষয়ে ফাতেমা আক্তারকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে। কলাপাড়া উপজেলা সাব রেজিস্টার কাজী নজরুল ইসলাম জানান, তিনি ফাতেমা আক্তারের হলফনামাটি গ্রহণ করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *