ঢাকা: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক জানান, সাবেক মন্ত্রীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

তিনি আরও বলেন, উবায়দুল মোকতাদির চৌধুরীকে শুক্রবার (১ নভেম্বর) আদালতে হাজির করা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০১১ সালে উপনির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে টানা চারবার নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *