ঝালকাঠি প্রতিনিধি ॥ "দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ" প্রতিপাদ্যে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে সমাজের সামগ্রিক উন্নয়নমূলক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ করেছে। শুক্রবার সকাল ১১টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ঝালকাঠির যুব ভবনের হলরুমে এ উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইয়াসের সভাপতি মোঃ আবির হোসেন রানা'র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন রানা'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। তিনি বলেন, “যুবকরা আমাদের সমাজের ভবিষ্যৎ। তাদের দক্ষতা ও সৃজনশীলতা দেশের উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কে.এম. নুরুদ্দিন। আলোচকরা যুবকদের উন্নয়নের পথে সঠিক দিকনির্দেশনা ও সমর্থন দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, সংগঠনের সদস্যরা এবং বিভিন্ন কোর্সের দুই শতাধিক প্রশিক্ষনার্থী। তারা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং উপস্থিত সবার কাছে চারা বিতরণ করেন।
সংগঠনটি মোট দেড় শতাধিক বনজ ও ফলজ গাছ বিতরণ করেছে। গাছগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল—পেয়ারা, চালতা, তেতুল, জলপাই, আমলকি, হরতকি, ও বহেরা। জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, “এই উদ্যোগ পরিবেশের জন্য সহায়ক হবে এবং তরুণদের মধ্যে গাছ লাগানোর প্রতি আগ্রহ বৃদ্ধি করবে।”
এভাবে ইয়ুথ অ্যাকশন সোসাইটির উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন করা হলো, যা যুবদের পরিবেশ সচেতনতা এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে। আগামী দিনে এ ধরনের উদ্যোগকে আরও সম্প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করা হয়।