বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হতে যাচ্ছে ৭ দিনব্যাপী ঐতিহ্যবাহী যাত্রাপালা “যাত্রা উৎসব -২০২৪।” এই উৎসব ১-৭ নভেম্বর ২০২৪ পর্যন্ত চলবে, যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা ৭টি যাত্রাদল প্রতিদিন একটি করে যাত্রাপালা পরিবেশন করবে।
যাত্রাপালা বাংলাদেশের লোক ঐতিহ্যের একটি সমৃদ্ধ রূপায়ন, যা সমাজের বিভিন্ন মূল্যবোধ ও চিন্তা ধারণ করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এই উৎসবটি তৃণমূল মানুষের সংস্কৃতিকে তুলে ধরবে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনবে।
উদ্বোধনী অনুষ্ঠান:
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ১ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসরাফিল মজুমদার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন যাত্রা শিল্পী অনিমা দে।
যাত্রাপালার সময়সূচি:
– ১ নভেম্বর: সুরুভী অপেরা – নিহত গোলাপ (নির্দেশক: কবির খান)
– ২ নভেম্বর: নিউ শামীম নাট্য সংস্থা – আনার কলি (নির্দেশক: শামীম খন্দকার)
– ৩ নভেম্বর: বঙ্গবাণী অপেরা – মেঘে ঢাকা তারা (নির্দেশক: মানস কুমার)
– ৪ নভেম্বর: নর-নারায়ণ অপেরা – লালন ফকির (নির্দেশক: ব্রোজেন কুমার বিশ্বাস)
– ৫ নভেম্বর: বন্ধু অপেরা – আপন দুলাল (নির্দেশক: মনির হোসেন)
– ৬ নভেম্বর:শারমিন অপেরা – ফুলন দেবী (নির্দেশক: শেখ রফিকুল)
– ৭ নভেম্বর:যাত্রাবন্ধু অপেরা – নবাব সিরাজউদ্দৌলা (নির্দেশক: আবুল হাশেম)
প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই যাত্রাপালা সকলের জন্য উন্মুক্ত থাকবে।