বাংলাদেশের স্বনামধন্য লিভার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. মবিন খান আর নেই( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ এবং হেপাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।
জানা গেছে, বার্ধক্যজনিত নানা অসুস্থতা, ডায়াবেটিস ও পারকিনসন রোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির ওয়েবসাইটে তাকে ‘বাংলাদেশে হেপাটোলজির জনক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অধ্যাপক ডা. মবিন খানের জন্ম ১৯৪৯ সালে। তিনি দেশের লিভার রোগ গবেষণায় অসামান্য অবদান রেখেছেন এবং বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।