ঢাকা : কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার’ ব্যানারে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিল শেষে জাতীয় পার্টিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দেয়ার পর বিজয়নগর এলাকায় আসলে সংঘর্ষ শুরু হয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, “জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ভাইদের পিটিয়েছে।”

জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *