নওগাঁ প্রতিনিধি॥ “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দিবসটি উদযাপন করতে সকাল থেকে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন। তিনি তাঁর বক্তব্যে যুবকদের উন্নয়নের গুরুত্ব ও তরুণদের প্রতি সরকারের বিভিন্ন সহায়তার কথা তুলে ধরেন। কামাল হোসেন বলেন, “যুব সমাজ দেশের মূল শক্তি। তাদের দক্ষতা ও সৃজনশীলতা দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।”
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, থানার অফিসার ইনচার্জ সাহাবুদ্দিন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, পরিসংখ্যান অফিসার সাইফুল ইসলাম এবং একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার। তাঁরা সবাই যুবদের ক্ষমতায়নের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে ১০ যুবকের মধ্যে ৫ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি ৩০ প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয় এবং ৬ শত টাকা করে প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়। যুবকদের পরিবেশ সচেতনতার ওপর গুরুত্বারোপ করতে শহীদদের স্মরণে ২৪টি ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ দিবসটির আয়োজন যুব সমাজকে সচেতন ও ক্ষমতায়িত করার পাশাপাশি দেশের উন্নয়নে তাদের ভূমিকা বৃদ্ধি করতে সহায়ক হবে। যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা দিনটিকে সফল করতে একত্রিত হয়ে কাজ করেছেন। এতে যুব সমাজের উন্নয়ন ও উন্নতির পথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হলো।