ডেস্ক রিপোর্ট ॥ যাত্রাবাড়ী এলাকার ধোলাইপাড় ফ্লাইওভারের ওপর থেকে এক প্রাইভেট কার চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সোহেল মিয়া (৩৮) এবং তিনি গতকাল নিখোঁজ হন। শুক্রবার সকালে পুলিশ সোহেল মিয়ার মরদেহ উদ্ধার করে এবং নিহতের স্ত্রী শারমিন সুলতানার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে।

পুলিশ জানায়, সকাল ৬টায় খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সোহেলের মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যার মধ্যে মাথায় জখম, কপাল ও ডান কাঁধে ক্ষতচিহ্ন, এবং নাক থেঁতলানোর মত গুরুতর আঘাত অন্তর্ভুক্ত। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী শারমিন সুলতানা জানান, সোহেল প্রাইভেট কার চালক ছিলেন এবং গত বৃহস্পতিবার বিকেলে গাড়ির কাজ করানোর জন্য সবুজবাগের বাসাবো ঝিলপাড় এলাকায় গ্যারেজে যান। বিকেল ৪টা পর্যন্ত তার সঙ্গে কথা হয়েছিল, এরপর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

শারমিন বলেন, “গাড়ির মিস্ত্রি রুবেলের সঙ্গে কথা হলে তিনি জানান, সোহেল চলে গেছেন কিন্তু বাসায় ফেরেননি। পরে আমি গ্যারেজে গিয়ে রুবেলের আচরণ সন্দেহজনক মনে হলে থানায় জিডি করার কথা বলি। তখন রুবেল বলেন জিডির দরকার নেই।”

শারমিন অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার মতে, সোহেলকে গ্যারেজে মারধর করে পরে ধোলাইপাড় ফ্লাইওভারের ওপর মরদেহ ফেলে রাখা হয়েছে।

সোহেলের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার আকনকান্দি গ্রামে। তিনি সবুজবাগের কদমতলায় পরিবারসহ বসবাস করতেন এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় তদন্ত চলছে এবং পুলিশ সন্দেহভাজনদের খোঁজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *