ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের প্রশাসনিক কার্যক্রম এখন থেকে আলাদাভাবে পরিচালিত হবে। ৩১ অক্টোবর, বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে সাত কলেজের কার্যক্রমকে আরও কার্যকরী করার চেষ্টা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ হয়েও, কলেজগুলোর জন্য আলাদা রেজিস্ট্রার এবং ডেডিকেটেড কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরামর্শে এই পদক্ষেপগুলো গ্রহণ করা হবে।
সাত কলেজের শিক্ষার্থীরা সম্প্রতি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি নিয়ে আন্দোলন করছিলেন। প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের সড়ক অবরোধ না করে শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
সরকারি সাত কলেজের মধ্যে রয়েছে: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।