ডেস্ক রিপোর্ট ॥ সম্প্রতি উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আজ এক গণবিজ্ঞপ্তি জারি করেছে। অর্ডিন্যান্স নং-III/৭৬ এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগামীকাল ২ নভেম্বর, শনিবার পাইওনিয়ার রোডস্থ ৬৬ নং ভবন, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপির কমিশনার (চলতি দায়িত্বে) মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জনসাধারণকে নির্দেশ দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার জন্য। এই নিষেধাজ্ঞা আগামীকাল দিনব্যাপী কার্যকর থাকবে এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জনসাধারণের স্বার্থে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এ ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে। পুলিশ প্রশাসন আশা করছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ মানুষ সচেতন হয়ে সহযোগিতা করবে। জনসাধারণের প্রতি অনুরোধ করা হয়েছে, কোনও অসুবিধার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য।

প্রসঙ্গত: গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির অফিস ঘিরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতির পর আগামীকাল শনিবার (২ নভেম্বর) সমাবেশ ডেকেছিল দলটি। দলের চেয়ারম্যান-মহাসচিবসহ নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে শনিবার দুপুর দুইটায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এদিকে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ানো ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র, শ্রমিক, জনতা’ একইদিন বেলা ১১ টায় দলটির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচির ডাক দেয়।

সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘জাতীয় পার্টিকে শনিবার সমাবেশ করতে দেওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার আরেকটি চক্রান্ত।’

এমন পাল্টাপাল্টি কর্মসূচির মুখে পুলিশের পক্ষ থেকে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *