কক্সবাজারে অনুষ্ঠিত সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, "গণমাধ্যমের পরাজয় মানে জনগণের পরাজয়।" তিনি সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং বলেন, "সৎ সাংবাদিকতা সমাজকে এগিয়ে নেয় ও গণতন্ত্রকে বিকশিত করে।"
সভায় কাদের গণি চৌধুরী জানান, সংবাদপত্র জাতির দর্পণ, যা সমাজের প্রকৃত চিত্র তুলে ধরে। তিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সাংবাদিকদের নির্ভীক ভূমিকা পালনের আহ্বান জানান। বিশেষ অতিথি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলাম বলেন, "আমাদের চূড়ান্ত বিজয় আসেনি; আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"
সাধারণ সভায় বিভিন্ন বক্তা সাংবাদিকতার গুণগত মান রক্ষা ও সাংবাদিকতার মর্যাদা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। সভার শেষে ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়।