রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর দলটি আগামীকাল শুক্রবার বেলা ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।
আজ সন্ধ্যায় ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতা’ ব্যানারে একটি মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যায়, যার ফলে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এর পর জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এমন পরিস্থিতিতে দলের পক্ষ থেকে পরিস্থিতির ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।