আজ শুক্রবার (১ নভেম্বর,২০২৪) থেকে বাংলাদেশের কাঁচাবাজারে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই সিদ্ধান্তের কথা জানান।

নিষেধাজ্ঞার আওতায় পলিথিনজাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে এবং কোনও ক্রেতাকে এ ব্যাগ দেওয়া যাবে না। পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমের অংশ হিসেবে কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সমন্বয়কারী লিংকন গায়েন জানান, “পলিথিন পরিবেশের জন্য বিপজ্জনক, তাই এটি বন্ধ হওয়া জরুরি।” তিনি আরও বলেন, “বাজারে বিকল্প সামগ্রী না থাকায় সরকারের পূর্ববর্তী উদ্যোগগুলো সুফল পায়নি। আগে পলিথিন উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

সরকার পলিথিন ও পলিপ্রপিলিন শপিং ব্যাগের উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। বিকল্প হিসেবে ব্যবহার হবে পাট, কাপড় ও কাগজের ব্যাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *