ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় সুমন মালী (৩৫) নামে এক ব্যক্তির বসতঘর বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ফলে ঘরে থাকা গবাদিপশুর মৃত্যু হয়েছে এবং সুমন মালী ও তার পরিবার প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আওরাবুনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মালী বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সুমন মালী, যিনি আওরাবুনিয়া গ্রামের শুনিত মালীর পুত্র, পরিবারের সঙ্গে রাজাপুর উপজেলায় চিকিৎসার জন্য গিয়েছিলেন। সন্ধ্যা সাতটার কিছু পরে আগুনের সুত্রপাত ঘটে। এ সময় এলাকায় কালীপুজা নিয়ে ব্যস্ত থাকায় আগুন নেভানোর চেষ্টা করতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে। এছাড়া সুমনের ঘরে গ্যাসের সিলিন্ডার থাকায় আগুনের ভয়াবহতা বেড়ে যায়। যখন কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান, তখন সব কিছু আগুনের তাপে পুড়ে গিয়েছে।

সুমন মালী জানান, “শরীরের পরনের কাপড় ছাড়া আর কিছু নাই। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।” দুই সন্তানের জনক সুমন বর্তমানে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন এবং সকলের কাছে সাহায্য সহযোগিতা কামনা করেছেন।

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন ম্যানেজার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “ঘটনাস্থল আমাদের স্টেশন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত। আমরা খবর পেয়ে আসার আগেই আগুনে সব পুড়ে গেছে।”

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, “আমি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। এটি কোনো ধরনের অগ্নিসংযোগ বা নাশকতার প্রমাণ নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *