রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় আন্দোলনরত পোশাক শ্রমিকরা সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের লেগুনায় আগুন দিয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে, যখন শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধের চেষ্টা করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার চেষ্টা করলে শ্রমিকরা আইন-শৃঙ্খলা বাহিনীর দিকে ইট পাটকেল ছুঁড়তে থাকে। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ শুরু করে, এর পরেই শ্রমিকরা গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই পুলিশ প্রস্তুত ছিল। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *