ঢাকা : সাফ নারী চ্যাম্পিয়নশীপের শিরোপা পুনরুদ্ধার করেছে বাংলাদেশ। আজ নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে সাবিনা খাতুনের দল।
ফাইনালের প্রথমার্ধে গোল না হলেও, দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে মনিকা চাকমার গোলে বাংলাদেশ এগিয়ে যায়। এরপর ৫৬ মিনিটে নেপালের আমিশা কার্কি সমতা ফেরান। তবে ৮১ মিনিটে ঋতুপর্না চাকমার দুর্দান্ত শটে বাংলাদেশ আবারও লিড নেয় এবং শিরোপা নিশ্চিত করে।
এই জয় বাংলাদেশকে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা এনে দিয়েছে।