একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান ৩১ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

মাসুদ আলী খানের জন্ম ১৯২৯ সালের ৬ অক্টোবর মানিকগঞ্জের পারিল নওধা গ্রামে। তিনি ১৯৫৬ সালে দেশের প্রথম নাটকের দল ড্রামা সার্কেলের সঙ্গে যুক্ত হন এবং ৫ দশকেরও বেশি সময় ধরে অভিনয় করেন। তার অভিনীত প্রায় ৫০০ নাটক এবং উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে “দুই দুয়ারি,” “দীপু নাম্বার টু,” ও “মাটির ময়না।”

চাকরিজীবনে তিনি সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করেছেন এবং ১৯৮৮ সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সচিব হিসেবে অবসর নেন।

মাসুদ আলী খানের মৃত্যু বাংলা নাটক ও চলচ্চিত্রের জন্য একটি অপূরণীয় ক্ষতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *