ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক। এ সময় তিনি জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের কার্যক্রম এবং ঢাকায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক সম্পর্কে তথ্য শেয়ার করেন।
ফলকার টুর্ক জানান, জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতার তদন্তের জন্য জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রতিবেদন প্রকাশের আশাবাদ ব্যক্ত করেন।
অধ্যাপক ইউনূস জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাজের প্রশংসা করে বলেন, তাঁর সরকার প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তারা রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়েও আলোচনা করেন এবং মিয়ানমারে নিরাপদ অঞ্চল তৈরির জন্য জাতিসংঘের সহযোগিতা প্রার্থনা করেন।
দুই পক্ষই আঞ্চলিক সমস্যার দ্রুত সমাধানে ASEAN-এর সক্রিয় ভূমিকার উপর জোর দেন।