ঢাকা: (২৯ অক্টোবর,২০২৪) মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা। তারা অধিভুক্তি বাতিল করে আলাদা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা, ফলে যান চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীদের মুখপাত্র আব্দুর রহমান জানান, “স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করতে হবে। সেই কমিশন না করা পর্যন্ত আন্দোলন চলবে।” আগামীকাল আবারও সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।
২০১৭ সালে ঢাকার সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়, কিন্তু এর পর থেকে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি সমস্যা সমাধানে একটি কমিটি গঠন করেছে।