গুলশানের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সোহেল রানাকে সেনাবাহিনীর এক মেজরের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল সোমবার (২৮ অক্টোবর) গুলশানে ওই সেনাবাহিনী কর্মকর্তার সঙ্গে সোহেলের বাকবিতণ্ডা হয়, যেখানে তিনি মেজরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং থানায় নিয়ে যাওয়ার হুমকি দেন। পরে সেনা সদস্যরা এসে মেজরকে থানায় থেকে ছাড়িয়ে নিয়ে যান।
ঘটনার পর এসি সোহেল মেজরের কাছে ক্ষমা চাইলে তা ভিডিও মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা তার প্রত্যাহারের কারণ হিসেবে বিবেচিত হয়েছে।