নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সার্চ কমিটির প্রধান এবং হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সুপারিশ অনুযায়ী, সুপ্রিম কোর্ট প্রশাসন এই মনোনয়ন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে।
আজ (২৯ অক্টোবর) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, সার্চ কমিটি গঠন হয়ে গেছে এবং প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত প্রজ্ঞাপন শিগগিরই জারি হবে। তিনি আশা প্রকাশ করেন যে, আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়েছে এবং নির্বাচন কমিশন গঠন শেষে ভোটার তালিকা সংশোধন করা হবে।
ড. নজরুল বলেন, সরকারের লক্ষ্য হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা।