নওগাঁ প্রতিনিধি ॥ নওগাঁর রাণীনগরে কলেজ অধ্যক্ষ আব্দুল মালেককে পেটানোর অভিযোগ অস্বীকার করেছেন রাণীনগর উপজেলা বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোসারব হোসেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ অস্বীকার করেন এবং এ নিয়ে বিস্তারিত মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোসারব হোসেন বলেন, গত ২৬ অক্টোবর রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুল মালেক নবাব জাল ভোট প্রদান করেন। মোসারব বলেন, “আমি শুধু তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি প্রিন্সিপাল মানুষ হয়ে কেন জাল ভোট দিলেন?” তবে এর বাইরে তার সঙ্গে আর কোনো কথা হয়নি। তিনি দাবি করেন, পরবর্তীতে এই বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে মারপিটের অভিযোগ ওঠে এবং কিছু সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ পায়।

মোসারব আরও বলেন, “আমার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি সম্পূর্ণ অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে সাজানো। এসব অভিযোগ বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।” তিনি বলেন, রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. এছাহক আলী, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেনসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, রবিবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী রাস্তার ভেঁটি-সিলমাদার নামক স্থানে দলের নেতাকর্মীদের সামনে অধ্যক্ষ আব্দুল মালেককে প্রকাশ্যে পেটানোর অভিযোগ ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *